গাইবান্ধা প্রতিনিধি : বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়নে সবধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য শহর ও গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমান ভাবে আধুনিক পাঠদান এবং খেলাধুলার পরিবেশ তৈরিতে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা প্রদান করে হচ্ছে। তবে শিক্ষার্থীরা পথভ্রষ্ট হয়ে যাতে জঙ্গিবাদ ও মাদকের সাথে যাতে জড়িয়ে না পড়ে এজন্য শিক্ষক ও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান বারকোনা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলের রাব্বী মিয়া এমপি উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবার রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা দুদু। এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

(এসআইআর/এএস/এপ্রিল ১০, ২০১৭)