নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১০টায় নওগাঁর নিয়ামতপুরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবহিতকরণ সভা ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ কল্পে করণীয়, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান প্রমুখ।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক/শিক্ষিকা, উপজেলার সকল মসজিদের ইমাম, কাজী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/এপ্রিল ১২, ২০১৭)