সাতক্ষীরা প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাকের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ আব্দুর রাজ্জাক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আলতাফ হোসেন, পেীর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, জেলা পরিষদের প্রধান নির্বাহী এ এন এম মইনুল হোসেন প্রমুখ।

আলোচনা সভাশেষে জেলা প্রশাসনের আয়োজনে সেখানে ফিতা কেটে বেলুন উড়িয়ে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।আলোচনা সভা ও র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা অংশ গ্রহন করে।

(আরকে/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)