বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে  বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ  করেছে  জেলা প্রশাসন। শুক্রবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়াম থেকে  বর্ণাঢ্য মঙ্গল  শোভাযাত্রা  শুরু হয়।

গ্রাম বাংলার ঐতিহ্য পালকী, গরুর গাড়ি, মাঝি মাল্লা ,পাল তোলা নৌকাসহ রং-বেরংয়ের প্লাকার্ড ফেস্টুন নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ জেলা পরিষদ অডিটরিয়াম চত্তরে এসে শেষ হয়।

বাংলা বর্ষবরণ এ আয়োজনকে ঘিরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়াম চত্তরে শুরু হয়েছে সপ্তাহ
ব্যাপী বৈশাখী মেলা । মেলায় বাহারী পশরা নিয়ে দেকানীরা চলছে বেচা কেনা। সকালে ফিতা কেটে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। র‌্যালী শেষে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্ধোধন করেন সমাজকল্যাল মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদর আসনের মীর শওকাত আলী বাদশা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।


(এসএকে/এসপি/এপ্রিল ১৪, ২০১৭)