নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টাকালে শাবলের আঘাতে প্রাণ গেল ভাসুর মিজানুর রহমানের। মঙ্গলবার ভোরে উপজেলার ভাদরা ইউনিয়নের গাংচিহালি গ্রামে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাতে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম ব্যবসায়ীক কাজে বাইরে থাকায় স্ত্রী বুলবুলি বেগম ঘরে একাই ঘুমিয়ে ছিল। ভোর রাতে ভাসুর মিজানুর রহমান কৌশলে ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে স্ত্রী বুলবুলিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ঘরে থাকা শাবল দিয়ে ভাসুর মিজানুরকে আঘাত (ঘা’) দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার এবং ছোট ভাইয়ের স্ত্রী বুলিবুলিকে আটক করেছে।

(এনইউ/এসপি/এপ্রিল ১৮, ২০১৭)