সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারকালে পাঁচটি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।  মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে এসব আটক করা হয়।

আটককৃত পাচারকারির নাম ইছহাক আলী গাজী (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের বাহার আলী গাজীর ছেলে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজুল গনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা থেকে ভোমরা সীমান্তে আসার সময় একটি মোটর সাইকেল চালককে থামার জন্য সিগন্যাল দেয় বাঁশকলে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা। এ সময় চালকের কাছে কোন কিছু না পাওয়া গেলেও হিরো হুণ্ডা মোটর সাইকেলের (সাতক্ষীরা- হ-১২-৮২২৯) তেলের ট্যাঙ্কের ভিতর থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৫০ তোলা। এ সময় ওই মোটর সাইকেল চালককে আটক করা হয়। উদ্ধারকৃত সোনা জনৈক তুহিন তাকে দিয়েছিল বলে জানায় ইছহাক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্ল্যা জানান,এ ঘটনায় ভোমরা বিজিবি’র সুবেদার সিরাজুল গনি বাদি হয়ে মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে ইছহাককে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১৯, ২০১৭)