সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং এর উদ্দ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বালবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, বিশেষ অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, সিপিও আয়নাল হক।

এসআই রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, কাজিপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সম্পাদক জিএম তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, ঈমাম আবু মোতালেব, ছাত্রী শারমীন আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ৮ জেলার ৭২টি থানায় এই কমিউনিটি পুশিশিং এর কার্যক্রম চালু রয়েছে। কাজিপুর থানায় কমিউনিটি পুশিশিং এর সদস্য রয়েছেন ৪ হাজার।

(এমএস/এসপি/এপ্রিল ১৯, ২০১৭)