স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলের পর এবার আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। মূলত আর্জেন্টিনার সর্মথক ভক্তদের তুষ্ট করতেই নায়লার এই আয়োজন।

নায়লা নাঈম সম্প্রতি সবুজ আর হলুদের মিশেলে খোলামেলা পোশাক গায়ে জড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। আর তাতে ব্রাজিল সমর্থকরা নায়লাকে সাধুবাদ জানালেও, আর্জেন্টিনা সমর্থকরা নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। এক পর্যায়ে ব্রাজিলের পাশাপাশি অন্যান্য দলের সমর্থকদের জন্যও আলাদা ছবি প্রকাশ করবেন বলে জানান তিনি।

অবশেষে কথা রাখলেন নায়লা, বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেইজে নতুন একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে আকাশী আর সাদার সংমিশ্রণে তৈরি পোশাকে দেখা মিলেছে এই মডেলের। ফলে আর্জেন্টিনার সমর্থকরাও স্বস্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, খোলামেলা পোশাকের ছবি প্রকাশ করে খুব অল্প সময়ে আলোচনা এসেছেন মডেল নায়লা নাঈম। আর সেই আলোচনা ধরে রাখতে, সব সময়ই নতুন কিছু করতে তৎপর এই মডেল, যা নিয়ে অনেকে সমালোচনা করলেও, নায়লা তাদের কথা কান দিতে নারাজ।

(ওএস/পি/জুন ২০,২০১৪)