ঠাকুরগাঁও প্রতিনিধি : সড়ক পরিবহন মটরযান আইন বাতিলের দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলামটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

রবিবার সকাল ১১টায় জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে এমানববন্ধন কর্মসুচি পালন করে। ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গফুঁর ভুইয়া, আতিয়ার রহমান, আসরাফ আলী বাটলা,সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম,ট্রাক,ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজন,বর্তমান সভাপতি জয়নুদ্দিন, সাধারণ সম্পাদক ভুট্টো,সাংগঠনিক সম্পাদক সোহেল বক্তব্য রাখেন।ৎ

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মটর চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ পূর্বের মটর আইন বহাল ও মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী আইন মেনে নেয়া হবে না। অবিলম্বে সড়ক পরিবহন মটর যান আইন বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

(এফআইআর/এসপি/এপ্রিল ২৩, ২০১৭)