সাতক্ষীরা প্রতিনিধি : পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শওকত হোসেন (৬২) নামে এক পথচারির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের  কলারোয়া উপজেলা ব্রজবক্স নামকস্থানে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত শওকাত হোসেন কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামের মৃত করিম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গ গামী দৃষ্টি পরিবহন মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার ব্রজবক্স নামকস্থানে পৌঁছালে পথচারি শওকত হোসেনকে পিছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ পথচারি শওকত হোসেনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করা হলেও ঘাতক পরিবহনটি আটক করা যায়নি বলে জানান তিনি।


(আরকে/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)