নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠিত জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমপনী ও সদনপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে আইন বিষয়, কম্পিউটার, সেলাইসহ বিভিন্ন কোর্স বিষয়ে শিক্ষা দেয়া হয়ে। এতে জেলা ১২টি উপজেলার ২০জন ছেলে ও ৩০ মেয়ে অংশ নেয় এবং তাদের প্রত্যেকে সদনপত্র দেয়া হয়। অংশগ্রহণকারী ৫০ জন ছেলে ও মেয়েদের মধ্যে ২৯জনকে কম্পিউটার ও ২১জনকে সেলাই মেশিন দেয়া হয়েছে।

সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন। টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফরহাদ হোসেন।

উল্লেখ্য, এই বছরের গত ২০ জুলাই প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয় ছিল।

(এনইউ/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)