মৌলভীবাজার প্রতিনিধি : ‘‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন কর্মসূচী পালন করে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল দশটায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয় ।

র‌্যালীটি সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী’র সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার ৩- আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন (এমপি) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সাস্থ্য উপদেষ্টা ডা: সৈয়দ মুদাচ্ছের আলী, ডাঃ একে জিল্লুল হক, মৌলভীবাজার ম্যাটস এর প্রিন্সিপাল ডা: সৈয়দ আক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী পাল (কাননগো) প্রমুখ।



(একে/এসপি/এপ্রিল ২৫, ২০১৭)