টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে দখলমুক্ত হলো দোকান ঘর। মঙ্গলবার সকালে শতশত ব্যবসায়ী ও গ্রামবাসী ঐক্যজোট হয়ে নাগরপুর বাজারে টগর মার্কেটে দখলকৃত দোকান ঘরের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে। পরে তারা দোকানের তালা ভেঙ্গে বেদখল হওয়া দোকান ঘরটি দখল করে নেয়।

সূত্রে জানা যায়, সদর বাজারের হোটেল ব্যবসায়ী বাবু লাল ঘোষের সাথে সাবেক ইউপি সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের আহবায়ক বসন্ত বনিকের সাথে দীর্ঘদিন যাবৎ দোকানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই সুযোগে গত ২২ এপ্রিল শনিবার দিবাগত রাতে বাবু লাল ঘোষ তার লোকজন নিয়ে রাতের আধারে বসন্ত বনিকের স্বত্বদখলীয় ফলের দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকান দখল ও ৬ লাখ ৩৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাতের আধারে এতবড় ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে বাজারের সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে বসন্ত বনিকের বেদখলকৃত দোকান উদ্ধার করে দেয়।

উদ্বুধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধপূর্ণ দুই ঘরে তালা দিয়ে চাবি বাজার বনিক সমিতর সহ-সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিনের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জায়গা থেকে দুই পক্ষের লোকজন সরিয়ে নিয়ে বনিক সমিতিকে সমাধানের দায়িত্ব দেন। বিরোধপূর্ণ জায়গায় আমাদের টহল অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।


(এমএনইউ/এএস/এপ্রিল ২৫, ২০১৭)