স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক কর্ম বিরতি পালন করেছে টাঙ্গাইল জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।

বুধবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল পৌর সভার সামনে ঘন্টা ব্যাপি কর্ম বিরতি পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী জেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলার ১১টি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



(এনইউ/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)