সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে শিশুটির বাড়ির পার্শ্ববর্তী মাঠে এ ঘটনা ঘটে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, পার্শ্ববর্তী আটারই গ্রামের কাদের মোড়লের লম্পট ছেলে আলীম মোড়ল (২৮) শিশুটিকে ধর্ষণ করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

ধর্ষক আলীম মোড়লকে গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।

(ওএস/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)