ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :  বাংলাদেশ উইমেন্স চেম্বারের এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা ‘পড়শী’ এর উদ্যোগে বুধবার সকালে ৫ দিন ব্যাপী ফ্যাশন ডিজাইনের উপর কর্মশালা শুরু হয়েছে।

ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে পড়শী’র চেয়ারম্যান মো¯Íফা জামাল বাতেন রুশদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। পড়শী’র নির্বাহী পরিচালক মালা সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষক ও ফ্যাশন ডিজাইনার সাবা নওশীন। কর্মশালায় ঈশ্বরদীর ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৬, ২০১৭)