বিনোদন ডেস্ক : দক্ষিণের পরিচালক এসএস রাজমৌলি ২০১৫ সালে মুক্তি দিয়েছিলেন ‌‘বাহুবলী’ সিরিজের প্রথম ছবি ‘বাহুবলী : দ্য বিগিনিং’। ছবিটি তখন বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিলো। দেশে এবং দেশের বাইরে মিলিয়ে সর্বমোট আয় করেছিলো ৭০০ কোটি রুপি।

একই সাফল্য বজায় রাখতে চলেছে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) মুক্তি পাওয়া সিরিজের শেষ কিস্তি ‘বাহুবলী : দ্য কনক্লুসন’। মুক্তির প্রথম দিনেই বাজিমাৎ করে দিয়েছে সাড়া জাগানো এই ছবিটি।

বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ তার টুইটে জানান, ‘অসাধারণ, অপূর্ব ও অকল্পনীয় সাফল্যের পথে বাহুবলী। কারণ ছবিটির মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে মোট ১০০ কোটি টাকা। কোনো উৎসব ছাড়াই মুক্তি দেয়ার পরও ছবির এমন সফলতায় অবাক হচ্ছেন সবাই। বক্স অফিসের হিসাব মতে শনিবার ও রোববার ছুটির দিনে এই আয়ের সংখ্যা আরও দুই তিনগুন বেড়ে যেতে পারে।’

তার এই মন্তব্যে বুঝাই যাচ্ছে বলিউড ইতিহাসে দারুণ রেকর্ডের পথে ‘বাহুবলী : দ্য কনক্লুসন’। এই ছবিতে থাকছেন প্রথম কিস্তির সকল তারকারাই। প্রেম ও সিংহাসনের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)