গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযর্থ মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। সকাল থেকে  বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সকালে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয়পতাকা উত্তোলন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ গোলজার রহমান প্রধান ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রধান তুহিন।

এরপর তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছানোয়ার হোসের আকন্দ সহ আওয়ামীলীগ ও শ্রমিক নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়ন (মাইক্রোবাস শাখা), গোবিন্দগঞ্জ উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, স্বর্ণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন শহরে বর্ণাঢ্য র‌্যালী ও বিভিন্ন কর্মসূচী পালন করে।

(এসআরডি/এসপি/মে ০১, ২০১৭)