স্টাফ রিপোর্টার : কালবৈশাখী ঝড়ে জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই দুই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের একজন কর্মকর্তা বলেন, ঝড়ের কারণ মেইন গ্রিডে গাছপালা ভেঙে পড়ায় সকালে জাতীয় গ্রিড ট্রিপ করে। লাইন মেরামতের কাজ চলছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী ম্যানেজার (জনসংযোগ) এ বিএম বদরুদ্দোজা খান জানান, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবাহ বন্ধ হয়ে গেছে। আশা করছি বিকেলের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

(ওএস/এসপি/মে ০২, ২০১৭)