স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কর্মস্থলে যৌন হয়রানি নারীর ক্ষমতায়নের অন্যতম অন্তরায়। কর্মস্থলে যৌন হয়রানির কারণে অনেক নারী চাকরি ছেড়ে দেন। আবার অনেকে চাকরি করার আগ্রহ হারিয়ে ফেলেন। এতে করে নারীর ক্ষমতায়ন ব্যাহত হয়।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের মিলনায়তনে কর্মস্থলে যৌন হয়রানি বিষয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের অবহিতকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিস ছাড়াও উপজেলা পর্যায়ের সব অফিস এবং স্কুল কলেজসমূহে যেন কোনো নারী যৌন হয়রানির শিকার না হন সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন।

মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী বলেন, অফিস আদালতে নারী চাকরিজীবীদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হবে। মন্ত্রণালয়ের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সচেতন থাকার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমীন বেনু।

শুভেচ্ছা বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালাক এ কে এম মিজানুর রহমান, স্বাগত বক্তব্য দেন অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান।

(ওএস/এএস/মে ০২, ২০১৭)