ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. ক্রিসচিয়ান   মার্টিন ফচ্। আজ বুধবার সকালে তিনি পরিদর্শনে আসেন।

এসময় সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবির,সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মি.ক্রিসচিয়ান মার্টিন ফচ্ রোগীদের সেবা প্রদানসহ নৃ-গোষ্ঠিদের জন্য আলাদা সেবার ব্যবস্থা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পরে তিনি হাসপাতাল পরিদর্শনের বইয়ে সাক্ষর করেন।

তিনি বলেন, সুইজারল্যান্ডের এর পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিতে সহায়তা করা হবে।

এসময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও সদর হাসপাতালের ডাক্তার মোসনেত আরা বেগম,ডাঃতোজাম্মেল হক,ডাঃসুভেন্দু দেব নাথ,ডাঃ নাদিরুল আজিজ, ডাঃ সুব্রত কুমার সেন, ডাঃ শিহাব মোঃ শাহারিয়ার, ডাঃ শেখ মাসুদ, ডাঃ এম আর রেজা,সেনেটারি ইন্সেপেক্টর আখতার ফারুক,হিসাব রক্ষক নাজিমুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।


(এফআইআর/এসপি/মে ০২, ২০১৭)