স্টাফ রিপোর্টার : হয়রানি ও ফরমালিন পরীক্ষায় 'ভুল যন্ত্রের ব্যবহার' বন্ধের দাবিতে রাজধানীতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে মহানগর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি।

শনিবার দুপুরে বাদামতলী পাইকারী ফলের আড়তের সামনে এক মানবনন্ধন শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এর আগে এফবিসিসিআইয়ের সহ সভাপতি হেলাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। তিনি ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাস দেন।

প্রসঙ্গত, হয়রানি ও ফরমালিন পরীক্ষায় 'ভুল যন্ত্রের ব্যবহার' বন্ধের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীতে ধর্মঘট পালন করছেন ফল ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে ছোট-বড় সব ধরনের ফলের দোকান বন্ধ রাখা হয়।

একই দাবিতে ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি আজ শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিল। পরে ধর্মঘট চলাকালেই দুপুরে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

রমজানে ফল বিক্রি না করার হুমকি ব্যবসায়ীদের

রমজানে ফল বিক্রি না করার হুমকি ব্যবসায়ীদের

(ওএস/এটিঅার/জুন ২১, ২০১৪)