মদন (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার মদনে পাহাড়ী ঢল ও আগাম বন্যায় নিচু জমি তলিয়ে যাওয়ার পর নতুন করে উচুঁ জমিতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে তিয়শ্রী, ফতেপুর, নায়েকপুর, মদন, কাইটাইল ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। এতে ১৫মিনিট স্থায়ী এই শিলা বৃষ্টিতে বোর ধান, আমসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় বসতবাড়ীর বেশিরভাগ টিন ছিদ্র ও গাছপালার ব্যাপক ক্ষতি গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষক তিয়শ্রীর সাইতপুর গ্রামের ফুলচান মিয়া, হাসান মিয়া, ফতেপুর গ্রামের মোতাহার আলম চৌধুরী, নায়েকপুর গ্রামের জাহিদ হাসান খানের সাথে কথা বলে জানা যায়, শিলা বৃষ্টি ও ঝড়ো বাতাসে পাকা বোর ধান, ঘরবাড়ী ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

(এএমএ/এসপি/মে ০৫, ২০১৭)