স্টাফ রিপোর্টার : পানি প্রবাহ ফিরিয়ে আনতে কুড়িগ্রামের বুড়িতিস্তা নদী দখলমুক্ত ও এর উৎসমুখ খননের দাবি জানিয়েছে ঢাকাস্থ উলিপুর সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রামের মানুষের জীবন-জীবিকা, কৃষি-বাণিজ্য, যাতায়তসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখছিল বুড়িতিস্তা নদী।অথচ এক সময়ের এই খরস্রোতা নদীটি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ভূমিদস্যুদের আগ্রাসনের কবলে পড়ে এখন মৃতপ্রায়।

তারা বলেন, পাট উৎপাদনের জন্য বিখ্যাত উলিপুর বুড়িতিস্তা নদীর উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন আর সেই সময় নেই।বুড়িতিস্তা নদীতে যে স্লুইচ গেট ছিল তা ১৯৮৮ সালে বন্যায় নদীগর্ভে বিলিন হয়ে যায়। এছাড়া ওই সময় নদীরক্ষা বাঁধও ধ্বংস হয়ে যায়।

পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নদীরক্ষা বাঁধ তৈরি করলেও বুড়িতিস্তা নদীর উৎসমুখে স্লুইচ গেইট তৈরি করেনি। বরং ওই মুখ বন্ধ করে দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ মিল্টন, চন্দর সরকার, সদস্য সচিব আসাদুল হক প্রমুখ।

(ওএস/এসপি/মে ০৫, ২০১৭)