স্পোর্টস ডেস্ক, ঢাকা : ২৫৭ রানে থেমে গেছে লংকানদের প্রথম ইনিংস হেডেংলিতে শ্রীলংকা-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই। জবাবে ইংল্যান্ড দিন শেষে ১৫ ওভারে তুলেছে ৩৬ রান কোনো উইকেট না হারিয়ে। অ্যালিস্টার কুক ১৪ ও রবসন ২১ রানে অপরাজিত আছেন।

টেস্টর প্রথমদিনে ওভারকাস্ট কন্ডিশন টস জিতে জিতে বল নিতে কোনো ভুল করেননি অ্যালিস্টার কুক। ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে লংকানরা হারায় তাদের প্রথম উইকেট। জেমস এন্ডারসনের বলে উইকেট কিপার ম্যাট প্রায়রকে ক্যাচ দিয়ে ফিরে যান করুনারত্বে (১৩)। এরপর আরেক ওপেনার সিলভার সাথে জুটি বাঁধেন সাঙ্গাকারা। এ জুটিও বেশি দূর এগোয়নি। দলীয় ৫২ রানে প্লানকেটের বলে সরাসরি বোল্ড হন সিলভা (২৮)। প্লানকেটের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে সফরকারীরা। লংকান প্রথম সারির ব্যাটসম্যানদের গুড়িয়ে দেন প্লানকেট। প্লানকেট নেন ৫ উইকেট। এটিই তার ১১ টেস্টের ক্যারিয়ারের সেরা বেলিং।

সাঙ্গাকারা ও চান্দিমালের দৃঢ়তায় ৫ উইকেটে ২২৮ রানে পৌঁছে যাওয়া অতিথিরা। বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল লংকানরা। সাঙ্গাকারা ৭৯ এবং চান্দিমাল করেন ৪৫ রান। মাত্র ১ রানে ৪ উইকেট হারিয়ে ২২৯/৯-এ পরিণত হলে সংগ্রহ খুব একটা বড় হয়নি। স্টুয়াট ব্রড তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনিই একমাএ বোলার যিনি ২টি হ্যাটট্রিক করার রেকড গড়লেন।

ইংল্যান্ড দল তাদের আগের স্কোয়াড নিয়েই মাঠে নামে। শ্রীলংকা দলে এসেছে দুটি পরিবর্তন। নুয়ান কুলাসেকাররা জায়গায় দলে ঠুকেছেন পেসার দামিকা প্রসাদ আর প্রসন্ন জয়বর্ধনের ইনজুরিতে দলে জায়গা পেয়েছেন দিনেশ চান্দিমাল।

(ওএস/পি/জুন ২১,২০১৪)