চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রায় ১ কেজি ৩৯০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে আসা ওই যাত্রীকে আটক করা হয়।

আটককৃত যাত্রী বেলাল হোসেনের (৩৬) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, বেলাল শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে সকাল ১০টায় চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করেন। সকাল ১০টা ৪৫ মিনিটে তলপেটে লুকিয়ে রাখা সোনাসহ তাকে শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, পরে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে ১২টি সোনার বার বের করা হয়। জব্দকৃত সোনার ওজন প্রায় ১ কেজি ৩৯০ গ্রাম। আনুমানিক দাম প্রায় ৬৫ লাখ টাকা।

(ওএস/এএস/মে ০৯, ২০১৭)