চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সদস্যরা চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও লুট হওয়া টাকার মধ্যে নগদ ৫০ হাজার টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মান্নান ও হাসান প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম ওরফে আকুল।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মো. রফিক জানান, গত ২৫ এপ্রিল রাত ২টার দিকে আহম্মদপুর বাজারের পাইকারী ফল ব্যবসায়ী ফজল হোসেনের দোকানে একদল ডাকাত সদস্যরা আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ৩২ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ২৬ এপ্রিল ফজল হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৫। পরে অভিযান চালিয়ে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার সকালে কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জন ডাকাতির ঘটনায় জড়িত বলে জানান তিনি।

(এসএইচএম/এএস/মে ০৯, ২০১৭)