স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেটার ভিলিয়ার্স। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি।

সরিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডে ভিলিয়ার্স৷ সদ্যসমাপ্ত ভারত-বাংলাদেশ সিরিজে খেলেননি কোহলি।

জাতীয় নির্বাচকরা আসন্ন ইংল্যান্ড সফরের কথা ভেবে মহেন্দ্র সিং ধোনি, কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেন। শনিবার ইংল্যান্ড সফরের উদেশে রওনা দেবে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ না খেলায় পয়েন্ট হারান কোহলি।

এর আগে ডে ভিলিয়ার্সের থেকে সাত পয়েন্ট এগিয়ে ছিলেন ভারতীয় এ ব্যাটসম্যান। কিন্তু ভিলিয়ার্সের থেকে চার পয়েন্ট পিছিয়ে গিয়ে শুক্রবার প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা হারালেন কোহলি ৷ তবে ইংল্যান্ডে পারফর্ম করলে ফের এক নম্বর জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির ৷

(ওএস/পি/জুন ২১,২০১৪)