স্পোর্টস ডেস্ক : প্রশ্ন একটাই৷ তিনি কেমন আছেন? পর্তুগাল শিবির কিন্ত্ত বলছে, তিনি ভালো আছেন। প্র্যাক্টিসে রীতিমতো লম্ফঝম্ফ করেছেন। গোলে দূর পাল্লার শটও নিয়েছেন। আর নিজে পর্তুগাল দলের ডাক্তারকে বলেছেন, 'আমি খেলতে পারব কি না, সেই সিদ্ধান্ত আমি নিজে নেব।'

তিনি ক্রিস্তিয়ানো রোনাল্দো। রবিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচটাকে তিনি জেদের পর্যায়ে নিয়ে গিয়েছেন৷ এর জন্য নাকি ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েও নামতে চান তিনি।

অথচ, গতকালই প্র্যাক্টিসে সামান্য ওয়ার্ম আপ করার পরই তাঁকে খুঁড়িয়ে বেড়িয়ে যেতে দেখা গিয়েছিল। মাঠের বাইরে বসে প্র্যাক্টিস দেখছেন, সে ছবিও দেখা গিয়েছে। চিকিত্‍সকের ভবিষ্যদ্বাণী ছিল, এই অবস্থায় খেললে তাঁর খেলোয়াড় জীবনও প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি সব বাধা উড়িয়ে নামার প্রাণপণ চেষ্টা করছেন।

রোনাল্দোর সতীর্থ মিগুয়েল ভেলোসো শুক্রবার বলেন, 'আমি চিকিত্‍সক নই৷ যা দেখছি, তা আপনাদের বলতে পারি৷ ক্রিস্তিয়ানো রোনাল্দো এখন ভালোই আছে৷' সঙ্গে জুড়ে দিচ্ছেন, 'শুক্রবার পুরো প্র্যাক্টিস করেছে৷ গোলে লম্বা শটও করেছে৷ তাই ওকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই৷'

গত কয়েক দিন ধরেই রোনাল্দোকে হাঁটুতে আইস প্যাক নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে৷ টেন্ডিনোসিসের চোটের জন্য৷ স্পেনে রোনাল্দোর এক চিকিত্‍সক খোসে কার্লোস নোরোনহা এমআরআই রিপোর্ট দেখে তাঁকে দু'মাস বিশ্রামে থাকতে বলেছেন৷ বারবার তিনি সিআর সেভেনকে খেলতে বারণ করেছেন৷ কিন্ত্ত শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে সিআর সেভেন নাকি যে কোনও মূল্যে খেলতে চাইছেন৷ এর জন্য নাকি ব্যথা কমানোর ইঞ্জেকশন নিতেও পিছপা হবেন না৷

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে কী আশা করছেন? ভেলোসোর উত্তর, 'মানাউসে খেলাটা অত সোজা হবে না৷ ওখানে খুবই গরম৷ যদিও আমরা কোনও অজুহাত দিচ্ছি না৷ আগের ম্যাচে হারার জন্য আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছে৷ আমরা তার উত্তর দিতে প্রস্ত্তত৷'

(ওএস/এস/জুন ২১, ২০১৪)