স্পোর্টস ডেস্ক : শনিবার রাতে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা-ইরান ম্যাচে টেলিভিশনের পর্দায় দেখা গেল উচ্ছ্বাসহীন ম্যারাডোনাকে। এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কি ২৮ বছরের শিরোপা খরা কাটাতে পারবে? এই প্রশ্নের জবাবে যে যা-ই হোক, আর্জেন্টার জিবন্ত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা নিজ দেশকে নিয়ে খুব একটা আশাবাদী নন।

ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন। কিন্তু ফুটবলের বিশ্বসংস্থা ফিফা তাকে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ এই মহানায়কের। তবে শনিবার রাতে আর্জেন্টিনা-ইরান ম্যাচে এস্তাডিও মিনেইরাও স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মাঝেই দেখা গেল ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনাকে। পাশেই বসেছিলেন তার ২৩ বছর বয়সী বান্ধবী রসিও অলিভা। তবে দুজনকেই দেখা গেছে উচ্ছ্বাসহীন। আর্জেন্টিনার খেলা যে তাদের মন ভরাতে পারেনি, ম্যারাডোনার মুখে যেন সেই অভিব্যক্তি স্পষ্টই দেখা গেল। যদিও ম্যাচের ইনজুরি টাইমে লিওনেল মেসির জয়সূচক গোলের পর আর্জেন্টিনা ম্যাচ জেতায় কিছুটা খুশির আভা দেখা দেয় আর্জেন্টিনার ফুটবল ঈশ্বরের চোখেমুখে।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)