পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ির সন্নিকটে নুইন্না মুইন্না ব্রীজের উপর মিনার এক্সপ্রেস নামক একটি সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদের এলোপাতাড়ি হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিএনজি মিনার এক্সপ্রেসের ড্রাইভার ও মালিক মিনার উদ্দিন জানান, শনিবার রাত ১ টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া চৌমুহনী থেকে ৩ জন যাত্রী নিয়ে মেহেরনামা যাওয়ার পথে নুইন্না মুইন্না ব্রীজের উপর অস্ত্র স্বস্ত্র সজ্জিত হয়ে ৬ জন দুর্ধর্ষ ডাকাত তাদের গাড়ীটি গতিরোধ করে। এ সময় সিএনজি যাত্রী মাওলানা জাকের উল্লাহ জালালীর নিকট থেকে হজ্বের নগদ টাকা বাবদ ২৪ হাজার টাকা, কাগজপত্র, ড্রাইভার মিনার উদ্দিন থেকে নগদ ১২ হাজার টাকা, মোবাইল সেট ১ টি, সিকদারপাড়ার মৃত ইয়ার মোহাম্মদ মুন্সীর পুত্র মিফতাহ উদ্দিনের নিকট থেকে মোবাইল সেট ২টি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতির ঘটনায় আহত মিফতাহ উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। সিএনজি ড্রাইভার মনির উদ্দিন জানান, ঘটনার ১ ঘন্টা পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ ব্যাপারে পেকুয়া থানা পুলিশ ঘটনা স্বীকার করে সাংবাদিকদের জানান, সিএনজি যাত্রীর নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ব্যাপারে তারা অবগত আছেন। চিহ্নিত ডাকাতদের গ্রেফতার করে ডাকাতি মামলায় চালান দেবে বলে জানান।

(এমকেইউ/জেএ/জুন ২২, ২০১৪)