রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন সান ডেভিল’ শেষ হয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে এ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। সেখান থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অস্ত্র-বিস্ফোরক পাওয়া গেছে।

অভিযান সমাপ্ত ঘোষণা করে রাজশাহীর অতিরিক্ত উপমহাপরিদর্শক মিশারুল আরিফ বলেন, পাঁচটি মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আস্তানার চারটি কক্ষ থেকে ১১টি বোমা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি সুইসাইড ভেস্ট, গান পাউডার ও দুটি জিহাদি বই উদ্ধার করা হয়। বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের `অপারেশন সান ডেভিল` শুরু হয়। এ বিশেষ অভিযানে অংশ নেয় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও স্থানীয় পুলিশ।

(ওএস/এএস/মে ১২, ২০১৭)