নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপাঞ্চল হাতিয়ার বেশ কয়েকটি এলাকায় দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তাও সঠিকভাবে বলতে পারছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের অনিয়ম, দুর্নীতি আর দায়িত্বে অবহেলাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী গাজী গিয়াস উদ্দিন বলেন, ৮টি জেনারেটরের মধ্যে ৬টি জেনারেটর বিকল হওয়ায় বেশ কয়েকদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চিঠির মাধ্যমে ও মৌখিকভাবে কয়েকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও বিকল জেনারেটরগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। নতুন বরাদ্দ না এলে কিছুই করার নেই বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)