স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ নতুন তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যান রুবেল নামে এক যুবক। ওই তরুণীকে প্রাণের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ওই ঘটনায় রাফসান হোসেন রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন ওই তরুণী। বর্তমানে রুবেল কারাগারে আটক আছেন। রুবেল ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

(ওএস/এসপি/মে ১৭, ২০১৭)