বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের দুর্নীতি, গুম-খুন ও পাপাচারে মানুষ আজ অতিষ্ঠ। গরিব দুঃখী মেহনতী মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক সবাই আজ এ সরকারের হাত থেকে মুক্তি পতে চায়। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে সব ভেদাভেদ ভুলে সবাইকে প্রস্তুত হতে হবে।

রবিবার দুপুরে বগুড়া সার্কিট হাউজে কিছুদিন আগে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইউসুফ আলীর পরিবারকে অর্থ সাহায্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশ মহাসংকট অতিক্রম করছে। এ সরকার দেশকে মেধা শূন্য করতে চায়। অবৈধ, জুলুম নির্যাতনকারী, হত্যাকারীর হাত থেকে মানুষ মুক্তি পেতে চায়। জনগণের আন্দোলনে এই জালেম অত্যাচারী খুনি সরকার বিদায় নিতে বাধ্য হবে। সেজন্য সবাই আন্দোলন সংগ্রামে সব ভেদাভেদ ভুলে প্রস্তুতি গ্রহণ করুন।

এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। তিনি বিকালে জয়পুরহাট শহরের আরবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।

(ওএস/এটিআর/জুন ২২, ২০১৪)