চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার রতনপুর গ্রামে বুধবার সকালে তহুরা খাতুন (৩৫) নামের এক অন্ধ গৃহবধু এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তহুরা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মহরম আলী ছেলে আব্দুল কাদেরের ২য় স্ত্রী এবং ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী (উত্তরপাড়া) গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে।

নিহতের পিতা ও স্থানীরা জানান, প্রায় ৬ বছর রতনপুর গ্রামের মৃত মহরম আলী ছেলে আব্দুল কাদেরের সাথে বিয়ে হয় জন্ম থেকে অন্ধ তহুরা খাতুনের। ভাংড়ি ব্যবসায়ী আব্দুল কাদেরের প্রথম স্ত্রী বিচ্ছেদ ঘটায় তহুরাকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর তাদের একটি সন্তান হয়। কিন্তু বিয়ের পর থেকেই কাদের তার স্ত্রীর উপর নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হয়েছে।

এদিন সকালে স্বামী মারপিট করে হত্যার পর লাশ ঘরের আঁড়ার সাথে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারনা করছেন পুলিশ্ তবে নিহতের পিতা ও স্থানীয়রা হত্যা পর আত্মহত্যা বলে চালানোর অভিযোগ করেছেন।

ঘটনার খবর পেয়ে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি এসএম আহসান হাবীব বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। থানায় ইউডি মামলা হয়েছে।

(এসএইচএম/এসপি/মে ১৮, ২০১৭)