ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘আমরাও মানুষ, শুধু সম্মান নিয়ে বাঁচার অধিকার চাই। কেউ আমাদের মানুষ বলে গণ্য করে না। আমরা কোথাও সম্মান পাই না। সব জায়গায় শুধু আমাদের অবহেলা করা হয়।’ বৃহস্পতিবার দুপুরে  ঈশ্বরদী হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্য দূরিকরণের দাবিতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের কাছে এসব কথা লিখে স্মারকলিপি দিয়েছেন হরিজন নেতৃবৃন্দ। তাঁরা  নিজেদের অধিকার ও সম্মানের দাবি জানিয়ে স্মারকলিপিতে তাদের মানবেতর জীবন যাপন, সামাজিকভাবে অবহেলা, নানা বৈষম্যর কথা উল্লেখ করেন।

হরিজন ঐক্যের সভাপতি রাজু কুমার বলেন, ঈশ্বরদীর অধিকাংশ মানুষ আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন। হোটেল, রেঁস্তোরা, চা স্টল, স্কুল, কলেজ, কর্মক্ষেত্রে আমরা নানা বৈষম্যের শিকার হচ্ছি। বর্তমানে আমাদের সন্তানরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। কিন্তু সামাজিকভাবে আমাদের নানা বৈষম্যের কারণে বাঁধাগ্রস্ত হতে হচ্ছে। অথচ বাংলাদেশের সংবিধানের ১৯,২৭,২৮ ও ২৯ নং অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য সমতা ও সমান সুযোগের অধিকার রয়েছে এবং সকল প্রকার বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমাদের অধিকার পাচ্ছি না।

সাধারণ সম্পাদক রঞ্জিত বাঁশফোর বলেন, হোটেল-রেস্তোরায় আমাদের ঢুকতে দেয়া হয় না।চা স্টলে আলাদা কাপে চা দেয়া হয়। মানুষ হিসেবে আমরা চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছি।

স্মারকলিপিতে হরিজন নেতৃবৃন্দ বৈষম্যে দূরিকরণে নানা দাবি তুলে ধরে বৈষম্যে দূরিকরণে ইউএনও’র সহযোগিতা কামনা করেন।

(এসকেকে/এএস/মে ১৮, ২০১৭)