কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় শিক্ষার গুণগত মান অর্জনের লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষা প্রসারে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এর ভূমিকা শীর্ষক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহায়তায় কলাপাড়া উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার মো. হাফিজ আল আসাদ।

সেমিনারে কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এএস/মে ১৮, ২০১৭)