নিউজ ডেস্ক : স্বপ্ন : একটি স্ব-নির্ভর পরিকল্পনা। এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী শহরের দরিদ্র জনগোষ্ঠীর অঞ্চল শিরোইল কলোনী,হাজরা পুকুর, ছোট বনগ্রাম, আসাম কলোনী এলাকার কিছু দরিদ্র-সুবিধাবঞ্চিত ও অর্ধ শিক্ষিত নারীদের বিনামুল্যে বুটিক-বাটিক-জাপানীজ টাই-ডাই, নকশীকাঁথা, সেলাই ইত্যাদি প্রশিক্ষনের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটির যাত্রা।

কোন প্রকার সরকারী-বেসরকারী সাহায্য-সহযোগিতা ছাড়া এমনকি দাতব্য কোন প্রতিষ্ঠানেরও অনুদানবিহীন, সম্পুর্ন নিজস্ব পারিবারিক অর্থ-বিত্তের সীমার ভেতরেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয় ১৯৯৭ সালে। অর্থের অভাবে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে আরো বৃহৎ পরিসরে গড়ে তোলা সম্ভব হয়নি তথাপি দীর্ঘ ২০ বছরের পরিক্রমায় রাজশাহী জেলার ৩টি থানার প্রায় ৩০টি ইউনিয়নের গ্রামীন মহিলাদের এইসব প্রশিক্ষণ হাতে-কলমে দেয়া হয়েছে। স্বপ্ন : একটি স্ব-নির্ভর পরিকল্পনার প্রধান নির্বাহী খান সাকিনা রহমান, রাজশাহী মহানগরীর ঘোড়ামারা নিবাসী মরহুম ডাঃ আজহার আলী খান এর নাতনী এবং বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী মরহুম লুতফর রহমান খান (এল.আর খান) এর জেষ্ঠ্য কন্যা। উনি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন সনদ, রাজশাহী যুব উন্নয়ন সনদ প্রাপ্তির পাশাপাশি জাপানী টাই-ডাই বিশেষজ্ঞ তাকামি ইমাজাকি এর সাথে (২ বছর) হাতে-কলমে কাজ শিখেছেন এবং শিখিয়েছেন। বর্তমানে উনি আইসিডিডিআরবি মাঠ পর্যবেক্ষক হিসেবে কর্মরত আছেন।

মানবাধিকার প্রতিষ্ঠান আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন সফল নারী উদ্যোক্তাদের প্রতিবছর মাদার তেরেসা স্বর্নপদক-ক্রেস্ট ও সনদ প্রদান করে আসছে। এবারে তাঁরা রাজশাহী অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার জন্যে স্বপ্নঃ একটি স্ব-নির্ভর পরিকল্পনা এর প্রধান নির্বাহী খান সাকিনা রহমানকে সফল নারী উদ্যোক্তা হিসেবে স্বর্নপদক প্রদান করেছে।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ডঃ মহম্মদ শাহজাহান, কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেন খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিচারপতি সৈয়দ আবু কাওসার মহাম্মদ দবিরুসবান।

অনুষ্ঠানে আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম চুন্নু সবাইকে শুভেচ্ছা ও মা দিবসে নারীর প্রতি নির্যাতন বন্ধে সকলকে শপথ নেয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করে উপস্থাপিকা সানজিদা মিলা।

(এসএস/অ/মে ১৯, ২০১৭)