সিরাজগঞ্জ প্রতিনিধি : জঙ্গিবাদকে না বলুন , মাদক মুক্ত দেশ গড়ুন, ইভটিজিং থেকে দুরে থাকুন, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ুন এ শ্লোগানকে ধারন করে শুক্রবার সন্ধ্যায় হৃদয়ে বন্ধুসভার উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদগঞ্জ আদর্শ কিন্ডার গার্ডেন স্কুল অনুষ্ঠিত হয়।

হৃদয়ে বন্ধুসভা সভাপতি সাংবাদিক মারুফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার এস আই বদরুদ্দোজ্জা জিমেল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান, ৬ নং ওর্য়াড পৌর কাউনসিলর শাহাদৎ হোসেন, নজরুল একাডেমি,সিরাজগঞ্জ সভাপতি ও সাংবাদিক হেলাল আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাব ভাইস প্রেসিডেন্ট এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ ফাড়ির টি,এস আই টিপু সুলতান প্রমুখ। আরো বক্তব্য রাখেন, ইব্রাহিম, মালেক, ফয়সাল, শুভ, শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে এদের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই হাতে হাত রেখে কাজ করলে এদেরকে প্রতিহত করা সম্ভব। সভা শেষে হৃদয়ে বন্ধুসভার উদ্যোগে একটি নাটক হয়। নাটকের নাম সাথী বড় হতে চায়। পরিচালনায় ছিলেন মারুফ সরকার। নাটক শেষে ৬ নং ওর্য়াড যুবকদের নিয়ে কমিটি গঠন করা হয়। কমিটিতে ইব্রাহিমকে সভাপতি,ফয়সাল ও শুভকে সহ-সভাপতি, মালেককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে তথ্য দিলেই ৩০০ টাকা পুরুষ্কারের ঘোষণা দেন সভাপতি। অনুষ্ঠানে শহীদগঞ্জ এলাকায় মা বোনসহ মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/মে ২০, ২০১৭)