স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপে পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে অনেকটাই আত্মসমর্পণ করে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ১০ জনের দল নিয়ে ৪-০ গোলের পরাজয় বরণ করতে হয়। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ। কিন্তু হাঁটুর ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি পর্তুগিজ দলপতি রোনালদো। তারপরও দলকে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার হাত থেকে রক্ষা করতে বদ্ধ পরিকর তিনি। তাই ইনজুরি নিয়েই মাঠে নামতে মরিয়া রিয়াল মাদ্রিদের এই প্রাণ ভোমরা। শুধু মরিয়াই নন, প্রয়োজনে হাঁটুতে ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামবেন তিনি।

জার্মানির বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় এবং বিশ্বকাপের ফেভারিট দলগুলো বিদায় নিতে শুরু করায় বিষয়টি ভাবিয়ে তুলছে রোনালদোকে। আর সে কারণেই যেকোনো মূল্যে আজ তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে চান।

আজকের ম্যাচে হেরে গেল অথবা ড্র করলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ঝুলে যাবে পর্তুগালের ভাগ্য। আর সেটার হাত থেকে দলকে রক্ষা করতেই উঠে পড়ে লেগেছেন রোনালদো।

(ওএস/পি/জুন ২২,২০১৪)