স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলের রোনাল্ডো সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে খেলেছিলেন। সেখানে তিন গোল করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড গড়েন। একক আধিপত্য ছিল তার এই রেকর্ডটিতে ৮ বছর। ২০১৪ সালে এসে তার রেকর্ডে ভাগ বসালেন পোলিশ বংশোদ্ভুত জার্মানির খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা।

তিনি রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেলেন ঘানার বিপক্ষে শনিবার গোল করে। রোনাল্ডো নিজের রেকর্ড ছোঁয়ায় ক্লোসাকে অভিনন্দন জানাতে ভোলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লোসাকে অভিনন্দন জানিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো টুইট করেন, ‘১৫ গোলের ক্লাবে তোমাকে স্বাগতম’।

রোনাল্ডো ৩ বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে ০.৭৯ গড়ে ১৫ গোল করেন। আর ক্লোসা ৪ বিশ্বকাপে ২০ ম্যাচ খেলে ০.৭৫ গড়ে ১৫ গোল করেছেন। এই গোল করার মাধ্যমে জার্মানির কিংবদন্তি খেলোয়াড় জার্ড মুলারকেও ছাড়িয়ে গেছেন ক্লোসা। বিশ্বকাপে তিনি এখন জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:

নাম দেশ বিশ্বকাপ ম্যাচ গোল

মিরোস্লাভ ক্লোসা জার্মানি ৪টি ২০টি ১৫টি
রোনাল্ডো ব্রাজিল ৩টি ১৯টি ১৫টি
জার্ড মুলার জার্মানি ২টি ১৩টি ১৪টি
জাস্ট ফন্টেইন (ফ্রান্স) ১টি ৬টি ১৩টি
পেলে ব্রাজিল ৪টি ১৪টি ১২টি

(ওএস/পি/জুন ২২,২০১৪)