স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফিফার নিয়ম অনুযায়ী, যদি পর পর দুই ম্যাচে হলুদ কার্ড পান কোন খেলোয়াড়, তাহলে পরের ম্যাচে তিনি খেলতে পারেন না। তবে এবার ফিফা জানিয়েছে দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড়ের বিশ্বকাপ ফাইনালে খেলতে সমস্যা হবে না বলে।

তবে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর আগের ম্যাচগুলোতে পাওয়া হলুদ কার্ড বিবেচনায় না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, আগের খেলায় হলুদ কার্ড পাওয়া খেলোয়াড় যদি সেমি ফাইনালেও হলুদ কার্ড পান, তাহলে তার ফাইনাল খেলতে কোনো বাধা থাকবে না।

তবে, সেমি-ফাইনালে যদি কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড কিংবা লাল কার্ড পায়, তাহলে আগের নিয়ম অনুসারে পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

উল্লেখ্য, ২০০২ সালের বিশ্বকাপে দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে ফাইনাল খেলতে পারেননি জার্মানির মাইকেল বালাক।

(ওএস/পি/জুন ২২,২০১৪)