বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ঐতিহ্যবাহী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ব্যবস্থাপনা কার্যক্রম চালু হয়েছে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। সোমবার দুপুরে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সভায় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দেব নাথের সভাপতিত্বে ও সদস্য মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রতিষ্ঠাকালীন শিক্ষক পার্থ সারথী আচার্য্য, প্রধান শিক্ষক ইকবাল আহমদ, অভিভাবক জয়নাল আবেদীন, আবুল হোসেন, সাংবাদিক লিটন শরীফ, শিক্ষার্থী সারিয়া আবেদীন ইতু প্রমুখ।

এরপর প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ লাইসিয়াম স্কুলের ১৯৭ জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

(এলএস/এএস/মে ২২, ২০১৭)