স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিশ্বকাপের আলোচিত ভ্যানিশিং স্প্রে নারীদের টিভি থেকে দূরে রাখতে ব্যবহার হচ্ছে।
নিজেদের ঘরেও নির্বিঘ্নে টিভির সামনে বসে খেলা দেখতে ফুটবল ভক্তরা এই পদ্ধতি ব্যবহার শুরু করেছেন!

মাঠে ফ্রি-কিক নেওয়ার সময় বিশৃঙ্খলা এড়াতে রেফারি প্রথমবারের মতো মাঠে সাদা এক ধরনের স্প্রে ব্যবহার করছেন, যেটি কিছুক্ষণের মধ্যে উড়ে গিয়ে স্বাভাবিক হয় মাঠ।

কিন্তু তাই বলে নিজের ঘরে এই ভ্যানিশিং স্প্রে ব্যবহার!

তাদের টুইটারে ফুটবলভক্তরা মজা করে এমন কাণ্ড ঘটিয়ে দুটি ছবি পোস্ট করেছেন। ছবি দুটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে ফুটবলভক্তদের কাছে।

আর মজার ব্যাপার, তারা ভ্যানিশিং স্প্রের পরিবর্তে ব্যবহার করেছেন শেভিং ফোম।

ছবি দুটির ক্যাপশনে তারা লিখেছেন:

দেখুন ভ্যানিশিং স্প্রে ব্যবহার করে কীভাবে খেলা উপভোগ করতে হয়....
উপদেশ! যদি আপনি বিশ্বকাপ খেলা উপভোগ করার সিদ্ধান্ত নেন তাহলে ভ্যানিশিং স্প্রে ব্যবহার চেষ্টা করতে পারেন..

(ওএস/পি/জুন ২২,২০১৪)