স্পোর্টস ডেস্ক, ঢাকা : ফিফা ইতালিকে ১-০ গোলে হারানোর পর কোস্টারিকার সাতজন ফুটবলারকে ডোপ টেস্টের জন্য তলব করেছে। ডিয়েগো ম্যারাডোনা এমন সিদ্ধান্তের কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কঠোর সমালোচনা করেছেন।

আর্জেন্টিনার সাবেক এ কোচ ফিফার সমালোচনা করে বলেন, ফিফা নিয়ম-কানুনকে বুড়োআঙ্গুল দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। কোস্টারিকার সাতজন ফুটবলার আর ইতালির মাত্র দুইজনকে ডোপ টেস্টের জন্য ডাকা হয়েছে।

৫৩ বছর বয়সী ফুটবল লিজেন্ড ম্যারাডোনা আরো বলেন, যদি কোস্টারিকার সাতজন হয় তবে ইতালির সমানসংখ্যক খেলোয়াড় কেন হবে না? এটা নিয়মের পরিপন্থী। আমি ফিফার এমন বাজে সিদ্ধান্তের শিকার হয়েছিলাম। তাই এর প্রতিবাদ করছি। কারণ, সাতজন কখনোই হতে পারে না।

(ওএস/পি/জুন ২২,২০১৪)