স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ফিরেছেন পাহাড়সম হতাশা নিয়ে। স্পেনের তারকা ফুটবলার জাভি আলোনসো সেই হতাশা আর পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারলেন না। আর্ন্তজাতিক ফুটবলকে বিদায় জানলেন তিনি।

নেদারল্যান্ডস ও চিলির বিরুদ্ধে বড় হারের হাতাশাই এরকম সিদ্ধান্ত নিতে প্রনোদনা দিয়েছে স্পেনের এই মিডফিল্ডারকে৷ তাই বিশ্বকাপে নিজ দেশের বিদায়ের পরপরই আলোনসো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন।

হারের পর তীব্র সমালোচনায় পড়তে হয়েছে তাকে। তার ভুলেই নাকি চিলির বিরুদ্ধে প্রথম গোল খেয়েছিল স্পেন৷ এই সমালোচনা নিঃসন্দেহে তার হৃদয়ে আঘাত দিচ্ছে৷

অবসর নেওয়ার কারণটা স্পষ্ট করে জানাননি জাভি আলোনসো। তবে তার অবসরের কারণ হিসেবে বিশ্বকাপ ব্যর্থতাকেই কারণ মনে করছেন অনেকে।

জাভি আলোনসো ২০০৮ ও ২০১২ সালে স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন৷ ২০১০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি ৷ দেশের হয়ে ১১৬ ম্যাচে মাঠে নেমেছেন এই মিডফিল্ডার৷ স্পেনের জার্সি গায়ে ১৬ গোলও করেছেন লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার।

(ওএস/পি/জুন ২২,২০১৪)