চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহ ৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হলের সংস্কার ও নতুন করে হলে আসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এছাড়া আবাসিক হলসমূহ বন্ধের পাশাপাশি শাটল ট্রেন চলাচলও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হলের সংস্কার কাজের জন্য এসময় আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ধের পর ৫ জুলাই থেকে হলে আসন বরাদ্দ পাওয়া বৈধ শিক্ষার্থীরাই থাকতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে যারা আসন বরাদ্দ পাবে, তাদের হল বরাদ্দের টাকা জমার রসিদ দেখে ঢুকতে দেয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৮টি ও ছাত্রীদের জন্য ৪টি হল রয়েছে। এছাড়া একটি হোস্টেলও রয়েছে।

(ওএস/এসপি/জুন ০১, ২০১৭)