কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : উপজেলার আড়াল গ্রামে বিরোধপূর্ণ একটি জমি থেকে কাঠাল পাড়তে নিষেধ করাকে কেন্দ্র করে পতিপক্ষরা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট করেছে। এ ঘটনায় এক মহিলা সহ ২জন গুরুতর আহত হয়েছে।  গুরুতর আহতদের কাপাসিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আ: মান্নান ও তার স্ত্রী আসমা আক্তার।

প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার সকালে আড়াল গ্রামের (স্কুলের সামনে) আবুল হাসেমের ছেলে আ: মান্নান ও একই গ্রামের মৃত আমীর বেপারীর ছেলে আবুল হোসের এর সাখে ১৪ শতাংশ জমি নিয়ে গত এক মাস ধরে বিরোধ চলছিল । বিরোধ চলাকালীর গত সোমবার এলাকার সাবেক ও বতর্মান মেম্বার ও গন্যমান্যব্যক্তিরা মিলে উভয় পক্ষকে জমি মেপে দেয়ার জন্য সালিশি বৈঠক বসে। বৈঠকে ইউনিয়ন পরিষদ থেকে জমি মেপে উভয় পক্ষকে বুঝিয়ে দেয়ার সিদান্ত হয়। এবং উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পযর্ন্ত জমিতে না যাওয়ার সিদাস্ত নেয়া হয়। কিন্তু আবুল হোসেন এ সিদান্তকে অমান্য করে আজ সকালে বিরোধপূর্ণ জমি থেকে কয়েকটি কাঠাল কাটে। এ সময় আ: মান্নানের স্ত্রী আসমা আক্তার নিষেধ করলে আবুল হোসেন দা নিয়ে আসমার উপর হামলা চালায় এ সময় আসমার স্বামী আ: মান্নান এগিলে এলে তাকে দা দিয়ে কোপিয়ে জখম করে। আত্মরক্ষার্থে উভয় জন পালিয়ে তাদের কাপড়ে দোকানে লুকিয়ে পড়লে সেখানেও আবুল হোসেন ও কার সাঙ্গপাঙ্গরা দোকানে হামলা চালায়। এ সময় দোকানের মালামাল রুট করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদশীরা জানান। পরে আহতদের কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করান। স্থানীয় স্কুল শিক্ষক সিরাজ উদ্দিন মাস্টার জানান, স্থানীয় প্রশাসনের কথা অমান্য করে আবুল হোসের জোগ করে কাঁঠাল কাটে এবং দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এতে দোকানে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কাপাসিয়া থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসকেডি/এএস/জুন ০৩, ২০১৭)