কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে জেলা প্রশাসকের সভা কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো, জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন।

এসময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

(কেকে/এসপি/জুন ০৫, ২০১৭)